বিগত ০৭/০১/২০২২ ইং মঠবাড়ী খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর নির্বাচনী ২০২২ নির্বাচিত হয় বর্তমান কার্যকরী পরিষদ। নব-নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির ২১ জানুয়ারী ২০২২ ইং শপথ গ্রহণ করেন। উক্ত শপখ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, শ্রদ্ধেয় ফাদার উজ্জ্বল লিনুস রোজারিও সিএসসি, পাল-পুরোহিত, মঠবাড়ী ধর্মপল্লী। গেস্ট অফ অনার :- মিঃ নির্মল রোজারিও, সভাপতি, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন, সভাপতি, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও চেয়ারম্যান দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভস্ (কাককো) লিঃ। এবং উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সমিতির কর্মকর্তাবৃন্দ। সভাপতিত্ব করেন মিঃ রঞ্জন রবার্ট পেরেরা, চেয়ারম্যান, মঠবাড়ী খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সমিতির সম্মানিত সেক্রেটারী, মিঃ টারজেন যোসেফ রোজারিও।
নব-নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির শপথ গ্রহণ