বর্তমান বোর্ডের বিনিয়োগ পরিকল্পনাঃ-
আমরা জানি বর্তমান যুগ বিজ্ঞান তথা তথ্য প্রযুক্তির যুগ। এই বিজ্ঞানের যুগে একটি সংস্থাকে টিকে থাকতে হলে প্রতিযোগিতার মাধ্যমে টিকে থাকতে হবে কারণ সর্ব ক্ষেত্রে এই প্রতিযোগিতায় মুখোমুখী হতে হয়। শুধু মাত্র ঋণ কার্যক্রম এর মাধ্যমে এই প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখা বা লাভবান করা সম্ভব নয়। সমিতিকে শক্তিশালী, গতিশীল ও বেগবান করার জন্য নিরাপদ বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি বর্তমান বোর্ডের প্রথম ও প্রধান চ্যালেজ্ঞ। তা ছাড়া সমিতিকে লাভবান ও এলাকার উন্নয় করা মোটেই সম্ভব নয়। তাই বর্তমান বোর্ড উপরোক্ত বিষয় গুলি বিবেচনা করে আগামী আর্থিক বছরের জন্য কয়েকটি বিনিয়োগ প্রস্তাব একক ভাবে ও যৌথ ভাবে করার জন্য আপনাদের সুচিন্তিত মতামত প্রদানের জন্য নিম্নে উপস্থাপন করা হলো।
ক্রমিক নং | বিবরন | বিনিয়োগ ধরন | প্রস্তাবিত সময়কাল |
১ | ইংলিশ মিডিয়াম স্কুল | যৌথ ভাবে | ২০১৭-১৮ |
২ | ক্লিনিক/হাসপাতাল | যৌথ ভাবে | ২০১৭-১৮ |
৩ | রিসোর্ট | যৌথ ভাবে | ২০১৭-১৮ |
৪ | বিভিন্ন আয় মূলক প্রকল্প/খামার | একক ও যৌথ ভাবে | ২০১৭-১৮ |
৫ | লাইব্রেরী (বুক হাউস) | একক | ২০১৭-১৮ |
৬ | কমার্শিয়াল কমপ্লেক্স | এককভাবে | |
৭ | এ্যাপাটমেন্ট তৈরী | এককভাবে | |
৮ | পূর্বাচল প্লট ক্রয় | এককভাবে | |
৯ | ট্রেড স্কুল | এককভাবে |
সমিতির সার্বিক উন্নয়নের লক্ষ্যে আপনাদের মতামত ও পরামর্শ একান্তভাবে কামনা করছি ।