ভাসানিয়া সেবা বুথ
সদস্যদের সুবিধার্থে ও নিরাপত্তার কথা চিন্তা করে ভাসানিয়াতে একটি কালেকশন বুথ চালু করা হয়েছে। ভাসানিয়া খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সহযোগিতায় এবং তাদের অফিস কক্ষে এই বুথ এর কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই বুথ কার্যক্রম পরিচালনার জন্য একটি নীতিমালা রয়েছে এবং সেই নীতিমালা অনুসারেই এই বুথ কার্যক্রম পরিচালিত হচ্ছে। বর্তমানে প্রতি শুক্রবার ও মাসের শেষ দিন সকাল ১০:০০ ঘটিকা থেকে দুপুর ২:০০ ঘটিকা পর্যন্ত কালেকশন করা হয় ।
যে সকল সেবা সমূহ সেবা বুথে পাওয়া যাবেঃ
০১. সঞ্চয়ী জমা গ্রহণ।
০২. শেয়ার জমা গ্রহণ।
০৩. ঋণের কিস্তি গ্রহণ।
০৪. সব ধরণের স্কীমের জমা গ্রহণ।
০৫. সঞ্চয়ী, সদস্য, বিভিন্ন স্কীমের ভর্তি আবেদন ফরম সরবরাহ করা।
০৬. লোণ ফরম সরবরাহ।
০৭. ঋণ আবেদন জমা গ্রহণ।
০৮. তথ্য সরবরাহ।