৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে “অধিকার, মর্যাদায় নারী-পুরুষ সমান সমান” এই মূলসুরকে সামনে রেখে বিগত ১১/০৩/২০১৫ তারিখ মঠবাড়ী খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন করা হয়েছে। উপস্থিত সদস্যাদের নিয়ে একটি র্যালির মাধ্যমে মঠবাড়ী মোড় হয়ে দক্ষিণ মঠবাড়ী ঘুরে পালকীয় সেবা কেন্দ্রে মূল অনুষ্ঠান শুরু হয়। ২৭০ জন নারী এই দিবসে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে নারী অধিকার বিষয়ে মূল বক্তা ছিলেন মিসেস মেরী মার্গারেট রোজারিও, হেলথ্ কো-অর্ডিনেটর ণডঈঅ বাংলাদেশ। মহিলা বিষয়ক উপ-কমিটির আহবায়ক মিসেস পুষ্প ক্রুশ সবাইকে ধন্যবাদ দেন অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। বিভিন্ন গ্রামের কয়েকজন নারী তাদের বাস্তব অভিজ্ঞতার কথা সহভাগিতা করেন। লটারী ড্র ও দুপুরের আহারের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি হয়।