৫ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ, রোজ শুক্রবার স্বর্গীয় আগষ্টিন ছেড়াও স্মৃতি অডিটোরিয়াম, জুবিলী ভবন, মঠবাড়ীতে, মঠবাড়ী খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর মঠবাড়ী ক্রেডিট কালচারাল একাডেমি ও সদস্যদের লেনদেনের এসএমএস সার্ভিসের শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেভা: ফাদার উজ্জ্বল লিনুস রোজারিও, সিএসসি, পাল-পুরোহিত ও সভাপতি, পালকীয় পরিষদ, সাধু আগষ্টিনের ধর্মপল্লী, মঠবাড়ী ও আধ্যাত্মিক উপদেষ্টা, এমসিসিসিইউএল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের বর্তমান ও প্রাক্তন সম্মানিত কর্মকর্তাবৃন্দ এবং উপদেষ্টাবৃন্দ, সাংস্কৃতিক উপ-কমিটির সদস্য ও সমিতির সদস্যসহ প্রতিষ্ঠানের কর্মীবৃন্দ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সুযোগ্য সম্মানিত চেয়ারম্যান মি. রঞ্জন রবার্ট পেরেরা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সমিতির সম্মানিত সেক্রেটারি মি. টারজেন যোসেফ রোজারিও।