ঢাকা সেবা বুথ
সদস্যদের সুবিধার্থে ও নিরাপত্তার কথা চিন্তা করে ঢাকাতে একটি সেবা বুথ চালু করা হয়েছে। মঠবাড়ী বহুমূখী সমবায় সমিতির সহযোগিতায় এবং তাদের সাথে অফিস কক্ষ শেয়ার করে এই বুথ এর কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই বুথ কার্যক্রম পরিচালনার জন্য একটি নীতিমালা রয়েছে এবং সেই নীতিমালা অনুসারেই এই বুথ কার্যক্রম পরিচালিত হচ্ছে। সপ্তাহের শনি থেকে মঙ্গলবার বিকাল ৪:০০ ঘটিকা থেকে সন্ধা ৭:৩০ ঘটিকা পর্যন্ত বুথ খোলা থাকে।
যে সকল সেবা সমূহ সেবা বুথে পাওয়া যাবেঃ
০১. সঞ্চয়ী জমা গ্রহণ।
০২. শেয়ার জমা গ্রহণ।
০৩. ঋণের কিস্তি গ্রহণ।
০৪. সব ধরণের স্কীমের জমা গ্রহণ।
০৫. সঞ্চয়ী, সদস্য, বিভিন্ন স্কীমের ভর্তি আবেদন ফরম সরবরাহ করা।
০৬. লোণ ফরম সরবরাহ।
০৭. ঋণ আবেদন জমা গ্রহণ।
০৮. তথ্য সরবরাহ।