মঠবাড়ী খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড দীর্ঘ দিন যাবৎ নতুন ভবনের স্বপ্ন দেখে যাচ্ছিল, বিগত ৪১তম বার্ষিক সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক বর্তমান কার্যকরী পরিষদ সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে যাচ্ছে। সম্মানিত চেয়ারম্যান মি.শ্যামল জেমস্ রোজারিও এর সভাপতিত্বে বিগত ১০/০৫/২০১৬ ইং তারিখ, রোজ মঙ্গলবার বিশেষ সভা অনুষ্ঠিত হয় এবং ৯ সদস্য বিশিষ্ট একটি বিল্ডিং নির্মাণ উপ-কমিটি গঠন করা হয়েছে। বিল্ডিং এর নির্দিষ্ট নকশা অনুমোদনের পর টেন্ডারের মাধ্যমে ১২ জুন ২০১৬ তারিখে গমেজ কনস্ট্রাকশনকে বিল্ডিংএর কাজের কার্যাদেশ দেওয়া হয়। অফিস বিল্ডিংয়ের এরিয়া প্রতি ফ্লোর ৪৮০০ বর্গফুট। মঠবাড়ী খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর অফিস বিল্ডিং কমপ্লিট হবে তিন তলা এবং ফাউন্ডেশন দেওয়া আছে ছয় তলার ভবিষ্যতে বাড়ানো যাবে ।