মঠবাড়ী খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চলমান প্রকল্প সমূহ:-
সমিতির সসদ্যদের আর্থিক উন্নয়নের কথা মনে করে, বিভিন্ন সময়ে সমিতির কর্মকর্তাগণ বিভিন্ন প্রকল্প ও সেবা কার্যক্রম শুরু করেন। এরূপ কয়েকটি প্রকল্পের সংক্ষিত বর্ণনা হলো-
সঞ্চয়ী আমানত:
সঞ্চয়ী আমানত সমিতির সদস্যদের জন্য অত্যন্ত কার্যকর একটি সঞ্চয়ী প্রকল্প। এ কার্যক্রম শুরু করা হয় ১৯৮৭ খ্রিস্টাব্দে। সর্বনি¤œ জমা ১০ টাকা। সঞ্চয়ী আমানতের উপর ৬.৫০% হারে সুদ প্রদান করা হয়। প্রথম বছরে সঞ্চয় আমানত সংগৃহীত হয়েছিল ৪৬,৩০৪.৭১ টাকা যা বর্তানে প্রায় ৯২,৬৬২,২০২ টাকা সঞ্চয়ী আমানত রয়েছে।
স্থায়ী আমানত:
স্থায়ী আমানত কার্যক্রম শুরু হয়েছে ১৯৯৮ খ্রিস্টাব্দে। স্থায়ী আমানত ৫,০০০/= টাকা থেকে শুরু করে উপরে যে কোন পরিমান টাকা আমানত হিসাবে বিনিয়োগ করা যায়। স্থায়ী আমানতের উপর নি¤œ লিখিত হারে সুদ প্রদান করা হয়ে থাকে। ৬ মাস মেয়াদী আমানত ৮.৫০%, ১২ মাস মেয়াদী আমানত ৯.০০%, ২৪ মাস মেয়াদী আমানত ৯.৫০%, ৩৬ মাস মেয়াদী আমানত ১০.০০% ও ৬০ মাস মেয়াদী আমানত ১০.৫০%। বর্তমানে প্রায় ৪,১৩,৪৫,১১৪ টাকা স্থায়ী আমানত রয়েছে।
শিশু সেভিংস স্কীম:
আমাদের আগামী প্রজন্ম যারা ভবিষ্যৎ সমবায়ী নেতা হিসাবে সমাজে নেতৃত্ব দেবেন, সমিতির হাল ধরবেন, তাদের ভবিষ্যৎ ও অর্থ-সামাজিক অবস্থা মজবুত করার জন্য শিশু সেভিংস স্কীম কার্যক্রম শুরু হয়েছে ৬ অক্টোবর ২০০০ খ্রিস্টাব্দে। এই আমানতের উাপর ৯.০০% হারে সুদ প্রদান করা হয়। মঠবাড়ী ধর্মপল্লীর আওতাভুক্ত ১ দিন হতে ৭ বছরের সকল শিশু এ কার্যক্রমের আওতায় পড়ে। এ স্কীম ১০ ও ১৫ বৎসর মেয়াদী প্রযোজ্য। এ স্কীম ১০০, ২০০, ৩০০, ৫০০, ১০০০, ২০০০, ৩০০০, ৪০০০, ও ৫০০০ টাকার হিসাব খোলা যায়। বর্তমানে প্রায় ৭,৯৪০,৯৭৩ টাকা আমানত রয়েছে।
দীর্ঘ মেয়াদী সেভিংস স্ক্রীম:
দীর্ঘ মেয়াদী সেভিংস স্কীম কার্যক্রম শুরু হয়েছে ৬ অক্টোবর ২০০০ খ্রিস্টাব্দে। এ স্কীম উাপর ৯.০০% হারে সুদ প্রদান করা হয়। মঠবাড়ী ধর্মপল্লীর ৭ বছরের উর্ধ্বে সকলের জন্য এ স্কীম প্রযোজ্য। এ স্কীম ১০০, ২০০, ৩০০, ৫০০, ১০০০, ২০০০, ৩০০০, ৪০০০, ও ৫০০০ টাকার হিসাব খোলা যায়। এ প্রকলেপর আমানত মাসের যে কোন ৫, ১০ ও ১৫ বছর মেয়াদে শুরু করা যায়। বর্তমানে প্রায় ৮,৮০৯,৩৫৪ টাকা আমানত রয়েছে।
দ্বি-মাসিক মুনাফা ভিত্তিক সঞ্চয় প্রকল্প:
দ্বি-মাসিক মুনাফা ভিত্তিক সঞ্চয় প্রকল্প একটি কার্যকর ও আয় বৃদ্ধিমূলক কার্যক্রম, যা শুরু করা হয় ০১/০৯/২০০৬ তারিখে। ৩ বছর মেয়াদে সুদ দেওয়া হতো ৯.৬%, বর্তমানে ৩ বছরের জন্য ৯.৭৫% এবং ৫ বছরের জন্য ১০.২০% সুদ দেওয়া হয়। প্রতিটি হিসাব ১,০০,০০০/- থেকে ২০,০০,০০০/- টাকা পর্যন্ত মাসের যে কোন তারিখের মধ্যে খোলা যায়ে। ৩ বছর মেয়াদে প্রতি লাখে ১৬২৫/- ও ৬০ মাস মেয়াদে প্রতি লাখে ১,৭০০/- টাকা সুদ সদস্যের সঞ্চয়ী হিসাবে স্থানান্তর করা হয়। বর্তমানে প্রায় ১০,৩০৫০,০০০ টাকা আমানত রয়েছে।
দ্বি-গুণ মুনাফা প্রকল্প:
দ্বি-গুণ মুনাফা সঞ্চয় প্রকল্প কার্যক্রম শুরু করা হয় ২৩/০১/২০০৯ তারিখে। এ প্রকল্প ৭ বৎসর সময়ের প্রযোজ্য। মেয়াদ পূর্তির পর মোট জমার দ্বি-গুণ টাকা প্রদান করা হয়। প্রতিটি হিসাব ৫০,০০০/- টাকার গুণিতক হিসাবে এ হিসাব খোলা যাবে। বর্তমানে প্রায় ১৮,৪৫০,০০০ টাকা আমানত রয়েছে।
মাসিক ডিপোজিট পেনশন স্কীম:
মাসিক মুনাফাভিত্তিক সঞ্চয় প্রকল্প আরম্ভ হয়েছে ০৪/০৯/২০১০ তারিখে। সুদের হার ৬.৫%। এ সঞ্চয় প্রকল্পে ৫০০, ১০০০, ২০০০, ৩০০০, ৪০০০ ও ৫০০০ টাকার হিসাব খোলা যায়।
মাসিক মুনাফা-ভিত্তিক প্রকল্প
মাসিক মুনাফাভিত্তিক সঞ্চয় প্রকল্প আরম্ভ হয়েছে ০৪/১১/২০১১ তারিখে। সুদের হার ৯.৭২%। ৩৬ মাস মেয়াদে প্রতি লাখে ৮১০/- ও ৬০ মাস মেয়াদে প্রতি লাখে ৮৪২/- প্রতি মাসে সদস্যের সঞ্চয়ী হিসাবে স্থানান্তর করা হয়। বর্তমানে প্রায় ৩২,৫০০,০০০ টাকা আমানত রয়েছে।
ড্রাফ্ট কার্যক্রম:
সমিতির ড্রাফ্ট কার্যক্রম শুরু করা হয়েছে ১ ফেব্রুয়ারী ১৯৯৯ খ্রিস্টাব্দে। আজ অবধি এ কার্যক্রম চলমান।
সদস্য স্বাস্থ্য সেবা প্রকল্প
সদস্য স্বাস্থ্য সেবা প্রকল্প কার্যক্রম শুরু হয় ২৪ অক্টবর ২০০৮ খ্রিস্টাব্দে। মাত্র ২০ টাকার বিনিময়ে সমিতির সদস্যগণ স্পেসালাইড ডাক্তার দেখাতে ও পরামর্শ নিতে পারেন। সমিতির সদস্য নন এমন লোকজনও এ প্রকল্পের আওতায় স্বাস্থ্য সেবা গ্রহণ করতে পারেন। এ প্রকল্পের আওতায় যে সমস্ত স্বাস্থ্য সেবা প্রদান করা হয়-
১. সকল রোগীদের প্রেসক্রিপশন ও পরামর্শ প্রদান
২. ডায়াবেটিক পরীক্ষা
৩. ব্লাড প্রেসার ও রক্তের গ্রুপিং
৪. রোগিদের প্রাথমিক চিকিৎসা ইত্যাদি।
কর্মী স্বাস্থ্য সেবা প্রকল্পঃ
কর্মী স্বাস্থ্য সেবা প্রকল্প কার্যক্রম শুরু হয় বিগত ১ জানুয়ারি ২০০৮ খ্রিস্টাব্দে। এ প্রকল্পের আওতায় সমিতির কর্মচারীগণ নিজেদের চিকিৎসার জন্য সমিতির এ প্রকল্প থেকে চিকিৎসার খরচ পেয়ে থাকেন।
ঋণ নিরাপত্তা তহবিলঃ
সমিতির ঋণ নিরাপত্তা তহবিল বিগত ১ জানুয়ারী ২০০৮ খ্রিস্টাব্দে শুরু করা হয়। প্রতি হাজারে ৫০ পয়সা করে প্রিমিয়াম নেয়া হয়। এ প্রকল্পের আওতায় সর্বোচ্চ ১,০০,০০০ টাকা পর্যন্ত ঋণ নিরাপত্তা পাওয়া যায়। তবে বয়স ভেদে এ নিরাপত্তার পার্থক্য রয়েছে। ৬০ বছর বয়সের মধ্যে কেউ মারা গেলে ১০০% পর্যন্ত ঋণ নিরাপত্তা পাওয়া যায়, ৬০-৭০ বছর বয়সের মধ্যে কেউ মারা গেলে ৫০% পর্যন্ত ঋণ নিরাপত্তা পাওয়া যায়, ৭০ বছরের উর্ধ্বে ২৫% ঋণ নিরাপত্তা নিশ্চিত করা হয়।
শিক্ষা তহবিলঃ
শিক্ষা তহবিলের আওতায় গরীব ও মেধাবী ছাত্র ছাত্রীদের বৃত্তি প্রদান করা হয়। কখনো বা এক কালীন শিক্ষা খরচ দেয়া হয়ে থাকে। তাছাড়া এ প্রকল্পের আওতায় শিক্ষা সংক্রান্ত সমস্ত খরচ বহন করা হয়ে থাকে।
সংরক্ষিত তহবিলঃ
সংরক্ষিত তহবিল শুরু করা হয় ১৯৬৯ খ্রিস্টাব্দে। বর্তমানে প্রায় ১,৮৮৩,০৯১ টাকা আমানত রয়েছে।
বিল্ডিং তহবিলঃ
বিল্ডিং তহবিল শুরু করা হয় ১৯৮৮ খ্রিস্টাব্দে। সমিতির ক্রয়কৃত নিজস্ব অফিস নির্মাণ সমিতির কার্যালয় স্থাপন করতে এ তহবিল ব্যবহার করা হয়।
সমবায় উন্নয়ন তহবিলঃ
সমবায় উন্নয়ন তহবিল ১৯৮৮-৯০ খ্রিস্টাব্দে শুরু করা হয়।
প্রভিডেন্ড ফান্ডঃ
প্রভিডেন্ড ফান্ড ২০০০-২০০১ খ্রিস্টাব্দে শুরু করা হয়।
গ্রাচুয়িটি ফান্ডঃ
গ্রাচুয়িটি ফান্ড ১৯৯৬-৯৭ খ্রিস্টাব্দে শুরু করা হয়।
সিউরিটি রিলিস কার্যক্রমঃ
সিউরিটি রিলিস কার্যক্রম ২০০৩ খ্রিস্টাব্দে শুরু করা হয়।
ভুমি উন্নয়ন কার্যক্রমঃ ভুমি উন্নয়ন কার্যক্রম ২০০২-০৩ অর্থ বছরে শুরু করা হয়।
কু-ঋণ তহবিলঃ
কু-ঋণ কার্যক্রম ২০০২-০৩ অর্থ বছরে শুরু করা হয়।
বার্ষিক ছুটি তহবিল:
বার্ষিক ছুটি তহবিল ২০০৫-০৬ অর্থ বছরে শুরু করা হয়।
সামাজিক কার্যক্রমে অংশ গ্রহনঃ
অনুদান ও শিক্ষা সহায়তা প্রদান। মঠবাড়ী খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড বিভিন্ন সামাজিক সংগঠনকে তাদের নিয়মিত কার্যক্রম পরিচালনা করা জন্য বিশেষ অনুদান দিয়ে থাকে। মিশনের দরিদ্র অথচ মেধাবী ছাত্র-ছাত্রিদের বিভিন্ন পর্যায়ে এক কালীন শিক্ষা সহায়তা করে আসছে।
মৃত সসদ্য-সদস্যাদের সৎকারঃ
খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সদস্য কোন খ্রিস্টভক্ত মৃত্যুবরণ করেন তাদের প্রতিজনের সৎকারের জন্য ২,০০০ টাকা করে প্রদান করা হয়।
পাস্টরাল তহবিলে টাকা প্রদান:
খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড প্রতি বছর একটি নির্দিষ্ট পরিমান টাকা পাস্টরাল তহবিলে জমা দিয়ে থাকেন। এ কার্যক্রম ২০১০-২০১১ অর্থবছর থেকে শুরু করা হয়।