মঠবাড়ী খ্রিস্টান সমবায় ঋণদান সমিতির কিছু অর্জন
সমিতির কর্মকর্তাগণ সদস্যদের আর্থিক অবস্থার উন্নয়নের জন্য কাজ করতে করতে কখন যে সমিতিকে বড় মাপের সমিতি তৈরী করে ফেলেছেন তা তারা নিজেরাও জানতে পারেননি। কখন যে এরা অন্যের চোখে সমিতি ও নিজেকে বড় করে তুলেছেন তা তারা বুঝতেও পারেননি। তাই বিভিন্ন সময়ে থানা, জেলা বা জাতীয় পর্যায়ে সমিতির বিভিন্ন সম্মামনায় ভূষিত করা হয়েছে। সেই সাথে অর্জিত হয়েছে ব্যক্তিগত কিছু অর্জন। সমিতির শুরু থেকে আজ পর্যন্ত কয়েকটি বড় অর্জনের কথা তুলে ধরা হলো।
উপজেলা পর্যায় শ্রেষ্ঠ সমবায় সমিতি ২০১০
“সমবায়ই শক্তি” এ মূলসুরকে সামনে রেখে ২০১০ খ্রিস্টাব্দে উপজেলা পর্যায়ে আয়োজন করা হয় ৩৯তম জাতীয় সমবায় দিবস-২০১০ খ্রিস্টাব্দ। এ সমবায় দিবসে মঠবাড়ী খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ কে কালীগঞ্জ উপজেলা সমবায় কার্যালয় থেকে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসাবে ঘোষণা করে এবং সম্মাননা প্রদান করা হয়।
শ্রেষ্ঠ সমবায় সমিতি পুরুস্কার ২০০৪
স্বনির্ভর বাংলাদেশ গড়ায় সমবায় এ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশ গড়ার কাজে বিশেষ অবদানের জন্য বিগত ২০০৪ খ্রিস্টাব্দে মঠবাড়ী খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ -কে ৩৩তম জাতীয় সমবায় দিবস ২০০৪ এ শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসাবে স্বীকৃতি প্রদান করা হয় এবং সম্মাননা প্রদান করা হয়।
শ্রেষ্ঠ সমবায় সমিতি পুরুস্কার ২০০২
সমবায় আন্দোলনে সাফল্যের স্বীকৃতি স্বরূপ মঠবাড়ী খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ -কে সমবায় সমিতিরি পুরুস্কার ২০০২ প্রদান করা হয়।
জাতীয় সমবায় পুরুস্কার ১৯৯৫
সমবায়ের কার্যক্রসের মধ্যে দেশ গঠনে বিশেষ অবদানের স্বীবৃতিস্বরূপ মঠবাড়ী খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ -কে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, পল্লী উন্নয়ন, সমবায় বিভাগ ও সমবায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে গাজীপুর জেলার শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসাবে ১৯৯৫ সালে জাতীয় সমবায় পুরুস্কার প্রদান করা হয় বিগত ১৩/১০/১৯৯৭ তারিখে।
কাল্ব স্বীকৃতি
সমবায় অঙ্গনে বিশেষ অবদানের জন্য মঠবাড়ী খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ -কে বিবিন্ন সময় বিভিন্ন সম্মান ও সম্মাননায় ভূষিত করা হয়।
কাল্ব স্বীকৃতি সনদ-২০১১
২০১০-২০১১ অর্থ বছরে জাতীয় পর্যায়ে মূলধন বৃদ্ধিতে দ্বিতীয়, কাল্ব-এ আমানত বিনিয়োগে তৃতীয় ও গাজীপুর অঞ্চলে মূলধন বৃদ্ধিতে প্রথম হিসাবে মঠবাড়ী খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ -কে কাল্ব স্বীকৃতি সনদ-২০১১ প্রদান করা হয়।
কাল্ব স্বীকৃতি সনদ-২০১০
২০০৯-২০১০ অর্থ বছরে মঠবাড়ী খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ -কে জাতীয় পর্যায়ে কাল্ব এর সর্বাধিক আমানতকারী হিসাবে প্রথম ও জাতীয় পর্যায়ে মূলধন বৃদ্ধিতে দ্বিতীয় এবং গাজীপুর অঞ্চলে মূলধন বৃদ্ধিতে প্রথম ক্রেডিট ইউনিয়ন হিসাবে কাল্ব সনদ-২০১০ প্রদান করা হয়।
কাল্ব স্বীকৃতি সনদ-২০০৯
২০০৮-২০০৯ অর্থ বছরে সম্পদ বৃদ্ধিতে মঠবাড়ী খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ -কে গাজীপুর জেলার তৃতীয় শেষ্ঠ সমবায় হিসাবে কাল্ব স্বীকৃতি সনদ-২০০৯ প্রদান করা হয়।
কাল্ব স্বীকৃতি সনদ-২০০৩
২০০২-২০০৩ অর্থ বছরে আনুপাতিক হারে কাল্ব-এ অধিক আমানত জমা করার কারণে কাল্ব সদস্য সমিতিসমূহের মধ্যে মঠবাড়ী খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ -কে ১৪ ফেব্রুয়ারী ২০০৪ খ্রিস্টাব্দে দ্বিতীয় শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসাবে কাল্ব স্বীকৃতি সনদ-২০০৩ প্রদান করা হয়।
প্রথম শ্রেষ্ঠ সমিতি পুরস্কার-২০০১
২০০০-২০০১ অর্থ বছরে আনুপাতিক হারে কাল্ব-এ অধিক আমানত জমা করার কারণে কাল্ব সদস্য সমিতিসমূহের মধ্যে মঠবাড়ী খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ -কে প্রথম শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসাবে স্বীকৃতি দান করা হয়।
ব্যক্তিগত অর্জন
শ্রেষ্ঠ সমবায় জাতীয় পুরস্কার ১৯৯৭ খ্রীস্টাব্দে
মঠবাড়ী খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ -কে এর প্রাক্তন চেয়ারম্যান প্রয়াত বেঞ্জামিন ডি’ ক্রুশ সমবায় আন্দোলন এবং দেশ ব্যাপি সমবায় কার্যক্রম ছড়িয়ে দেবার জন্য বিগত ১৯৯৬-১৯৯৭ অর্থবছরের, জাতীয় সমবায় পুরুস্কার অর্জন করেন। যা আমাদের জন্য একটি বড় অর্জন।
জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সমবায়ীর পুরুষ্কার প্রাপ্তি
২০১৫-১৬ অর্থবছরে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সমবায়ীর সন্মান অর্জণ করেছেন সমিতির বর্তমান চেয়ারম্যান মি. শ্যামল জেমস রোজারিও। গত ৫ নভেম্বর গাজীপুর জেলা সমবায় অফিস আনুষ্ঠানিক ভাবে এই পুরুস্কার হস্তান্তর করে। সমিতির কাজে চেয়ারম্যান দেশে না থাকায় চেয়ারম্যানের পক্ষে ডিরেক্টর মি. বিপ্লব সন্মাননা স্বারক এই পুরুস্কার গ্রহণ করেন।